ভারতের বাংলা সিনেমার চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। অভিনয়ে যেমন আত্মবিশ্বাসী, তেমনি ব্যক্তিত্বেও দৃঢ় তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে ট্রলিং আর কটাক্ষ থেকে তিনিও মুক্ত নন।
কখনো ‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে উপহাস, কখনো বা মাতৃত্বের পর বাড়তি ওজন নিয়ে আক্রমণ- বহুবারই নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন তিনি। এমনকি দেবের সঙ্গে অতীত সম্পর্ক নিয়েও কথা শুনতে হয়েছে।
সম্প্রতি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার প্রচারে এসে এই ট্রলিং প্রসঙ্গেই খোলামেলা কথা বলেন শুভশ্রী।
নিজেকে কীভাবে সামলান তিনি? এমন প্রশ্নে শুভশ্রী বলেন, ‘আমি কিন্তু নদীর মতো নই। নদী বর্জ্য পদার্থ গ্রহণ করে নেয়, কিন্তু আমি সেটা গ্রহণ করি না। আমি খুব সচেতনভাবে সব খারাপ জিনিস আমার জীবন থেকে সরিয়ে রাখি। আমি একদম একটা দণ্ডী কেটে রেখেছি, যেখানে কোনো নেগেটিভ জিনিস প্রবেশ করতে পারবে না।’
অভিনেত্রী জানান, তিনি নেতিবাচক মন্তব্য দেখেনই না। বললেন, ‘আমি একজন মানুষ, তাই খারাপ মন্তব্য করলে খারাপ লাগবেই। তাই আমি খারাপ কিছু দেখি না। সাক্ষাৎকারে এসে জানতে পারি আমার সম্পর্কে কী বলা হয়েছে। তার আগে জানিই না যে আমাকে ট্রল করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি নিজের হাতে একটা রিমোট রেখে দিয়েছি। কোনটা গ্রহণ করব, কোনটা করব না- সেটা আমি নিজেই ঠিক করি। যেহেতু আমি শুধু পজিটিভ দেখি, তাই আমার কমেন্ট বক্সেও পজিটিভ জিনিসই আসে। নেগেটিভ নেই বললেই চলে।’