বুলেটের ‘অংশবিশেষ’ ওসমান হাদীর ব্রেনে রয়ে গেছে: চিকিৎসক

বুলেটের ‘অংশবিশেষ’ ওসমান হাদীর ব্রেনে রয়ে গেছে: চিকিৎসক

জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদীর মাথার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, তার ব্রেনে বুলেটের ‘অংশবিশেষ’ বা পেলেট রয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচারের পর ওসমান বিন হাদীকে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ বলেন, শরিফ ওসমান বিন হাদীর মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। সেই গুলির দুই-একটি অংশবিশেষ ব্রেনে রয়ে গেছে। 

ডা. মোস্তাক জানান, নিউরোর অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকরা গুলিবিদ্ধ হাদীর অস্ত্রোপচার করেছেন। এর আগে তার সিটি স্ক্যান করা হয়। সেখানে দেখা যায়, ছোট ছোট দুই একটি পেলেট মানে ক্ষুদ্র ধাতব বলের অস্তিত্ব।  অস্ত্রোপচারের সময় সেরকম একটি পেলেট বের করা হয়েছে। আরও দুই-একটি ব্রেনের মধ্যেই আছে। 

এই চিকিৎসক বলেন, এই গুলির কারণে রোগীর ব্রেনের প্রেসার অনেক বেড়ে গিয়ে রক্তক্ষরণ হয় । রক্তক্ষরণ বন্ধের পাশাপাশি প্রেসার কমিয়ে আনার জন্যই অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে অস্ত্রধারীরা শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ওসমান বিন হাদীসহ তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে দুইজন এসে ওসমান বিন হাদীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS