ফেরদৌসের পর বাদ পড়লেন পপি

ফেরদৌসের পর বাদ পড়লেন পপি

প্রায় সাত বছর আগে চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পপিকে জুটি করে শুরু হয়েছিল ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে একটি সিনেমার শুটিং। আরিফুর জামান আরিফ পরিচালিত সিনেমাটির বেশ কিছুদিন শুটিং হয়। এরপর পপি আড়ালে চলে যাওয়ায় শুটিং আর এগোয়নি।

শিল্পীদের অসহযোগিতার কারণে দীর্ঘ সাত বছরে শুটিং শেষ করতে পারেননি নির্মাতা। দেশের পটপরিবর্তনের পর সিনেমাটি থেকে বাদ পড়েন বিগত সরকারের সংসদ সদস্য অর্থ্যাৎ নায়ক ফেরদৌস।

এবার ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ থেকে বাদ পড়লেন পপিও। এমনটা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। তিনি বলেন, ‘অনেক চেষ্টা করেছি বিষয়টি সমাধানের জন্য। কিন্তু কোনোভাবেই কূল-কিনারা পাওয়া যাচ্ছিল না। বহু বছর অপেক্ষার অবশেষে তাদের দুজনকেই বাদ দিতে হলো।’

তবে ফেরদৌস-পপির জায়গায় কোন অভিনয়শিল্পীরা যুক্ত হচ্ছেন, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি পরিচালক। তবে জানিয়েছেন, নতুন করে সিনেমার শুটিং শুরুর তারিখ ইতিমধ্যেই নির্ধারণ করেছেন। সময়মতো সব জানাবেন।

আসছে ১৬ জানুয়ারি বাংলা সাহিত্য জগতের অন্যতম কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৮তম মৃত্যুবার্ষিকী। বিশেষ এই দিনেই নতুন ধাপে সিনেমাটির ক্যামেরা ওপেন হবে বলে জানা গেছে। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন দর্শন অবলম্বনে নির্মিত এই সিনেমাতে তার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। নতুন পরিকল্পনা অনুযায়ী এবার আর কোনো বাধা ছাড়াই সিনেমাটি সম্পন্ন করতে পারবেন বলে আশা নির্মাতার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS