News Headline :
৩০০ আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে জামায়াতসহ সমমনা ৮ দল ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের দাবি বন অধিদপ্তরের প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্তদের নামের তালিকা গোপন বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা সড়ক নিরাপত্তা বিষয়ক ‘বেস্ট ফেলো’ হলেন বাংলানিউজের রাজা ফেসবুকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ রেকর্ড গড়তে বিজয় দিবসে পতাকা হাতে স্কাইডাইভ দেবেন ৫৪ প্যারাট্রুপার লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ কর্মী পর্যায়ে প্রথম বৈদেশিক প্রশিক্ষণ
সড়ক নিরাপত্তা বিষয়ক ‘বেস্ট ফেলো’ হলেন বাংলানিউজের রাজা

সড়ক নিরাপত্তা বিষয়ক ‘বেস্ট ফেলো’ হলেন বাংলানিউজের রাজা

সমন্বিত সড়ক নিরাপত্তা বিষয়ক মিডিয়া ফেলোশিপের ‘বেস্ট ফেলো’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট রেজাউল করিম রাজাসহ আরও ছয়জন সাংবাদিক।

‘বেস্ট ফেলো’ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত অন্য সাংবাদিকরা হলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইমন রহমান, প্রথম আলোর বিশেষ সংবাদদাতা আনোয়ার হোসেন, দ্য নিউ এইজের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শাহীন আক্তার, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান শিপু এবং বাংলা ভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের একটি হোটেলে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) আয়োজিত সমন্বিত সড়ক নিরাপত্তা বিষয়ক মিডিয়া ফেলোশিপের সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়।

সড়ক নিরাপত্তা নিয়ে তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল বিশ্লেষণমূলক  প্রতিবেদন পরিবেশনের জন্য সাংবাদিকদের সহায়তা করার লক্ষ্যে পরিচালিত তিন মাসব্যাপী এ মিডিয়া ফেলোশিপ কর্মসূচিতে দেশের বিভিন্ন জাতীয় ও দৈনিক, সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল, সংবাদ সংস্থা ও অনলাইন অনলাইন নিউজ পোর্টালে কর্মরত মোট ২৫ জন সাংবাদিক অংশ নেন।

ফেলোশিপের উদ্দেশ্য ছিল—বাংলাদেশে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন তৈরি এবং সমর্থনে অবদান রাখা; সমন্বিত সড়ক নিরাপত্তা আইন নিয়ে তথ্য ও বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরিতে বাংলাদেশি সাংবাদিকদের সহায়তা করা এবং গণমাধ্যমে সড়ক নিরাপত্তাকে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও উন্নয়ন ইস্যু হিসেবে তুলে ধরা।

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কিত কর্মসূচি, আইন, নীতি এবং প্রয়োগকে কার্যকরভাবে প্রভাবিত করা এবং গণমাধ্যমের সহায়তায় সঠিক ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিয়ে নীতিনির্ধারকদের সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চালু ও বাস্তবায়নে উৎসাহিত করা। এছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ৩ এর টার্গেট ৩:৬ (বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় আহত ও  নিহতদের সংখ্যা ২০৩০ সালের মধ্যে অর্ধেকে কমিয়ে নিয়ে আসায় সহায়তা করা) এবং ১১ এর টার্গেট ১১:২ (রাষ্ট্র নিয়ন্ত্রিত যানবাহনের সম্প্রসারণ করার মাধ্যমে সড়ক নিরাপত্তা ব্যবস্থার উন্নতির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে নিরাপদ, সাশ্রয়ী ও সুলভ পরিবহণ ব্যবস্থায় সকলের প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে ভূমিকা রাখা) অর্জনে গণমাধ্যমের ভূমিকা জোরালোকরণে অবদান রাখা ।

ফেলোশিপের অধীনে র্নিবাচিত সাংবাদিকরা বিএনএনআরসি কর্তৃক নির্ধারিত একজন মেন্টরের (বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক) তত্ত্বাবধানে সড়ক নিরাপত্তা বিষয়ে তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী মোট ৭৫টি প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশ করেছেন। এসব প্রতিবেদনের মাধ্যমে সড়ক দুর্ঘটনার ( রোডক্র্যাশ) কারণ, কাঠামোগত দুর্বলতা, নীতিগত ঘাটতি ও সড়ক নিরাপত্তায় করণীয় এবং সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে গণমাধ্যমে সুগভীর আলোচনা তৈরি হয় এবং পাঠক ও দর্শকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

কার্যক্রমে অংশগ্রহণকারী সব ফেলোকে সার্টিফিকেট ও সম্মাননা চেক দেওয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট মেন্টরের সুপারিশক্রমে ছয় ফেলোকে ‘বেস্ট ফেলো’ হিসেবে বিশেষ স্বীকৃতি দিয়ে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।  

ফেলোশিপের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক ও কবি সোহরাব হাসান, বাংলা টিভির প্রধান বার্তা সম্পাদক বাদশা মিয়া, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের প্ল্যানিং এডিটর আসজাদুল কিবরিয়া, চ্যানেল আইয়ের নিউজ এডিটর ড. সাকিলা জেসমিন, দৈনিক নয়া দিগন্তের প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন এবং আমার দেশের প্রধান প্রতিবেদক বাছির জামাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) কান্ট্রি কোঅর্ডিনেটর ড. মো. শরিফুল আলম এবং বিএনএনআরসির প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান।    

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ শুধু আইন বা অবকাঠামো উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যভিত্তিক প্রতিবেদন ও জনমুখী নীতি-আলোচনা একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই ফেলোশিপ প্রোগ্রামে শেষ হওয়ার পরেও যেন ফেলোদের নিয়মিত প্রতিবেদনের মধ্যে যেন সড়ক নিরাপত্তা বিষয়টা প্রাধান্য পায় এবং এ বিষয়ক সংবাদ প্রকাশ ও প্রচার যেন অব্যাহত থাকে সে বিষয়ে ফেলোদের অনুরোধ জানানো হয়।

বিএনএনআরসি রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশের অন্যতম সদস্য হিসেবে Constructive Road Safety Journalism in Bangladesh এর মাধ্যমে ২০২২ সাল থেকে সক্রিয়ভাবে সড়ক নিরাপত্তা বিষয়ক অধিপরামর্শ, নীতি গবেষণা ওগণমাধ্যমের দক্ষতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে।   

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS