কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে মো. তানজিল শেখ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণের নাম ইমন (২০)। তিনি পান্টি বাজার এলাকার চা–বিক্রেতা মিলন হোসেনের ছেলে।
তানজিল শেখ পান্টি ইউনিয়নের ওয়াসী গ্রামের মো. মনিরুল শেখের ছেলে। তিনি পান্টি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিল তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে আজ বিকেলে কোচিং শেষে পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসে গল্প করছিলেন। এ সময় অপর বন্ধু ইমন ওরফে ওবাইদা এসে তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে ফেসবুকে ছবি পোস্ট করা নিয়ে তানজিলের সঙ্গে ইমনের তর্ক হয়।
এ সময় ইমন তাঁর পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে আঘাত করেন। বন্ধু ও স্থানীয় লোকজন তানজিলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তানজিল শেখের বোন লামিয়া বলেন, তাঁর ভাইকে পান্টি স্কুল মাঠে ছুরিকাঘাত করে হত্যা করেছেন ইমন। তবে কী কারণে ছুরি মেরেছেন, তা তিনি জানেন না।
ঘটনার পর ইমন ও তাঁর পরিবারের সদস্যরা গা–ঢাকা দিয়েছেন উল্লেখ করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহসীন হোসাইন প্রথম আলোকে বলেন, এ ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ।