‘টার্মিনেটর’ থেকে অবসর নিলেন আর্নল্ড শোয়ার্জনেগার

‘টার্মিনেটর’ থেকে অবসর নিলেন আর্নল্ড শোয়ার্জনেগার

হলিউডের জনপ্রিয় অ্যাকশন মুভি ‘টার্মিনেটর’-এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে আর্নল্ড শোয়ার্জনেগারের নাম। এই সিরিজের পাঁচটি চলচ্চিত্রের মধ্যে চারটিতে ছিলো তার সরব উপস্থিতি। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো এই সিরিজ থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন অভিনেতা।

সম্প্রতি হলিউড রিপোর্টারে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি শেষ হয়নি, কিন্তু আমার কাজ শেষ হয়েছে। আমি বুঝতে পারছি পরিষ্কারভাবে যে বিশ্ব এখন নতুন থিমের টার্মিনেটর চায়। নতুন আইডিয়া নিয়ে কাউকে এগিয়ে আসতে হবে।’

৭৫ বছর বয়সী অভিনেতা বলেন, ‘আমার সাফল্যের বড় অংশ জুড়ে আছে টার্মিনেটর। তাই আমার কাছে সবসময়েই এটি প্রিয় হয়ে থাকবে। প্রথম তিনটি ছবি দারুণ ছবি। চতুর্থ কিস্তিতে আমি কাজ করতে পারিনি রাজনৈতিক দায়িত্বের কারণে। পঞ্চম ও ষষ্ঠ কিস্তি সফলতা পায়নি। কারণ, ভালো গল্প ভালো করে লেখা হয়নি।

১৯৮৪ সালে পরিচালক জেমস ক্যামেরনের হাত ধরে শুরু হয়েছিলো বৈজ্ঞানিক-কল্পকাহিনী-ভিত্তিক অ্যাকশন মুভি ‘টার্মিনেটর’-এর যাত্রা। এরপর ছবিটি কাঁপিয়েছিলো বক্স অফিস। ‘টার্মিনেটর’-এর মাধ্যমে শোয়ার্জনেগার লাভ করেন মহাতারকার খ্যাতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS