উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করতে না পারলে পরিকল্পনা সফল হবে না: মঈন খান

উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করতে না পারলে পরিকল্পনা সফল হবে না: মঈন খান

দেশের শিক্ষিত তরুণ জনগোষ্ঠীকে উৎপাদনমুখী ও কর্মসংস্থানমুখী করার ওপর জোর দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের উন্নয়ন প্রক্রিয়ায় যদি সাধারণ মানুষকে সম্পৃক্ত করা না যায়, তবে কোনো পরিকল্পনাই সফল হবে না। শিক্ষিত যুবকদের জন্য উৎপাদনমুখী কাজের বাস্তব পরিকল্পনা নিতে হবে।

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই)’ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারের বিষয় ছিল ‘সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ থ্রো টিভ্যাট: প্রবলেমস এন্ড প্রসপেক্টস’ (কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা)।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরআই-এর সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ড. মঈন খান বলেন, বিএনপি এক কোটি তরুণকে কারিগরি ও বৃত্তিমূলক (ভোকেশনাল) শিক্ষা দিয়ে কাজে লাগানোর কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার ৫২ শতাংশ যুবক, যা বিশ্বে সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় আছে। এ যুব সমাজকে সম্পদে রূপান্তর করতে বিএনপি সব পদক্ষেপ নেবে।

ড. মঈন খান বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত যুবকের হাতকে কর্মীর হাতে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS