জুলাই সনদে অংশ না নেওয়া ডিস্টার্বের অংশ: মির্জা আব্বাস

জুলাই সনদে অংশ না নেওয়া ডিস্টার্বের অংশ: মির্জা আব্বাস

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু দল স্বাভাবিকভাবেই অনুষ্ঠানকে ব্যাহত করছে। তবে তিনি জানান, এটি নতুন কিছু নয়; তারা সবসময়ই এমন আচরণ করে, এবং বিএনপি লক্ষ্য রাখছে।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমরা আশা করছি, গণতান্ত্রিক উত্তরণের পথে আজকে একটি বড় অগ্রগতি হবে। কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আজকের অনুষ্ঠানে আসছে না। তারা সবসময়ই ডিস্টার্ব করবে। আমরা লক্ষ্য রাখছি।

মির্জা আব্বাস আরও বলেন, সব দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারো না আসাটা ডিস্টার্বের অংশ।

বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সনদে স্বাক্ষর করেন। এছাড়া উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS