ডাকসু নির্বাচন ও আবিদকে নিয়ে মানসুরা আলমের পোস্ট

ডাকসু নির্বাচন ও আবিদকে নিয়ে মানসুরা আলমের পোস্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম বলেছেন, ‘আপনারা কেউই হারেননি। মানুষ আপনাদের ভালোবেসেছে। হল ও কেন্দ্রীয় পর্যায়ের প্রত্যেক ভোটারকে আপনারা ধরে রাখেন। তাদের বিশ্বাসকে আগামী বছর অন্য মাত্রায় পৌঁছান।’

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

মানসুরা আলম লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভোটারও যদি আপনাকে বিশ্বাস করে, আপনার কথা ভাবে, তার মর্যাদা আপনাকে দিতে হবে। হাজার হাজার মানুষ আপনাকে ভালোবেসেছে, এটা আপনার মনে রাখতে হবে। ছাত্রদলের একজন প্রার্থীও ইনডিসেন্ট সংখ্যক ভোট পাননি। আপনাদের যদি হারিয়েও দেওয়া হয়ে থাকে, তারপরেও বিশাল সংখ্যক মানুষ আপনাদের ওপর ভরসা করেছে। তারা নির্দিষ্ট কমিউনিটির মানুষ না। বিভিন্ন অংশের মানুষ। আপনারা কেউই হারেননি। মানুষ আপনাদের ভালোবেসেছে। হল ও কেন্দ্রীয় পর্যায়ের প্রত্যেক ভোটারকে আপনারা ধরে রাখেন। তাদের বিশ্বাসকে আগামী বছর অন্য মাত্রায় পৌঁছান।

তিনি বলেন, শুনেছি এইবার বিশাল প্রজেক্ট নিয়ে একদল এগিয়েছিল। ৫৫ বছরের ব্যাকফুটে থাকা রাজনীতির জন্য এই গেইম প্ল্যান দরকার ছিল। আমাদের দরকার ছিলো মানুষের আস্থা ধীরে ধীরে অর্জন করা, রাজনীতি বিমুখ প্রজন্মকে আস্তে আস্তে সচেতন করে তোলা। যে পাঁচ হাজার শিক্ষার্থী আবিদকে ভোট দিয়েছে, তারা ছাত্রদলের আবিদকেই দিয়েছে। রাজনৈতিক আবিদকে দিয়েছে। সেই ভোটের জন্য আবিদের খোলস পাল্টাইতে হয়নি, লিবারেল বা কনজারভেটিভ সাজতে হয়নি।

তিনি বলেন, মেয়েদের হলগুলোতে হেরে যাওয়া প্রার্থীও দারুন সংখ্যক ভোট পেয়েছেন। এক মাস আগেও যেখানে হল কমিটিরর বিরুদ্ধে ক্যাম্পেইন হয়েছে, সেখানে এই সংখ্যাগুলো আমাদের গর্ব। আপনারা পারবেন। সামনের বছর আপনাদের বছর হবে। আমরা হয়তো থাকবো বা থাকবো না ছাত্ররাজনীতিতে। কিন্তু সচেতন শিক্ষার্থীদের নিয়ে আপনারা গণতান্ত্রিক মূল্যবোধের ক্যাম্পাস গড়বেন। প্রতিরোধ গড়বেন সমস্ত অশুভের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, আর বাইরে থেকে যারা ছাত্রদলের কোরামের দোষ খুঁজছেন, তাদের জানিয়ে রাখি, ছাত্রদলের সবচেয়ে গ্রুপবাজ কর্মীটি কাজ করেছে সমস্ত ইগো পেছনে ফেলে। আমাদের দায়বদ্ধতা আপনারা বাইরে থেকে বুঝবেন না। হয় পাশে থাকবেন অথবা থাকবেন না। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেদেরকে নিজেদের শিক্ষার্থীদের চেতনায় গড়ে নেবে। প্রতিশ্রুতি দিয়ে নয়, পরিবর্তনেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS