নোয়াখালীর হাতিয়ায় বুড়িরচর ইউনিয়ন থেকে আবদুল হাফেজ (৩৫) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১৯ মে) সকালে বুড়িরচরে রহমত বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আবদুল হাফেজ কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১৫নং ক্লাস্টারের আমির হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজারের উখিয়া থেকে কাজের সন্ধানে হাতিয়া এসেছে বলে জানিয়েছে সে।
স্থানীয়রা জানান, সকালে রহমত বাজারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে এক যুবক। তার কথাবার্তা ও চলাফেরায় মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি করলে তারা ওই যুবককে আটক করে। পরে তার সঙ্গে কথা বলার পর স্থানীয় লোকজন নিশ্চিত হয় সে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে উখিয়া থেকে কাজের সন্ধানে নোয়াখালীর হাতিয়ায় আসে সে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে পুনরায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।