অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার

অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সিদ্দিকের গ্রেপ্তারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের নামে গুলশান থানায় মামলা রয়েছে। তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে।

এর আগে এদিন দুপুরে অভিনেতা সিদ্দিককে মারধরের পর পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। এ ঘটনা ঘটে রাজধানীর কাকরাইল এলাকায়।

অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক সিদ্দিককে দুই পাশ থেকে ধরে টানাহেঁচড়া করছেন। এ সময় সিদ্দিকের পোশাক ছিঁড়ে ফেলা হয়। ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।

সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে অভিনেতা সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়। তিনি এখনো রমনা থানাতেই আছেন। তার নামে আমাদের থানায় কোনো মামলা নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS