‘আদিম’ নির্মাণের জার্নি সিনেমার মানুষদের অনুপ্রেরণা যোগাবে

‘আদিম’ নির্মাণের জার্নি সিনেমার মানুষদের অনুপ্রেরণা যোগাবে

‘আদিম’ নির্মাণের জার্নি শোনে বিসিটিআই প্রাক্তনী সংসদের নেতৃবৃন্দ

তথ্য মন্ত্রণালয়ের অধিকৃত চলচ্চিত্রের বৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)। ‘সাংস্কৃতিক অগ্রযাত্রায় নবতরঙ্গ’-এই স্লোগান ধারণ করে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের প্রাক্তনী সংসদ নানা সময়ে সিনেমা প্রদর্শনী, মুক্ত আলোচনা কিংবা সিনেমা সংশ্লিষ্ট সেমিনার আয়োজন করে। তারই ধারাবাহিকতায় বুধবার (১৭ মে) আলোচিত ছবি ‘আদিম’ নির্মাতার সাথে ‘ডিরেক্টরস টক’ এর আয়োজন করে।

গণঅর্থায়নে নির্মিত স্বাধীন ধারার সিনেমা ‘আদিম’। গেল বছর ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের পাশাপাশি পেয়েছে সেরা নির্মাতার (বিশেষ জুরি পুরস্কার) পুরস্কার। পরবর্তীতে বিভিন্ন দেশের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়েছে। ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামি ২৬ মে। এই ছবি মুক্তিকে সামনে রেখেই নির্মাতাকে আমন্ত্রণ জানায় বিসিটিআই প্রাক্তনী সংসদ।

বিসিটিআইয়ের কনফারেন্স রুমে এই আয়োজিত এই অনুষ্ঠানে ‘আদিম’ নির্মাতা যুবরাজ শামীম ছাড়াও উপস্থিত ছিলেন বিসিটিআইয়ের পরিচালক জাহিদ রিপন, প্রাক্তনী সংসদের সভাপতি কাজী আতিকুর রহমান অভি, সাধারণ সম্পাদক রাজন কান্তি তালুকদার সহ প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, চলচ্চিত্র বোদ্ধা ও চলচ্চিত্র কর্মী অনেকেই।

নির্মাতা যুবরাজ শামীম টঙ্গী বস্তিতে ‘আদিম’-নির্মাণকালে কাটানো ঘটনাগুলোর স্মৃতিচারণ করেন। বলেন – ‘ক্যামেরায় কী দৃশ্য ধারণ করা হবে তার পরিকল্পনা স্পষ্টভাবেই আমার মাথায় ছিল, তাই আমি জানতাম কী করতে হবে।

উৎসবে আদিম-এর যাওয়া প্রসঙ্গে জানান বিস্তারিত – ‘কেউ কেউ বলেছে এই সিনেমা কোথাও যাবে না তুমি ইউটিউবে ছেড়ে দাও, আমি এসমস্ত প্রত্যাখানের পরেও ধৈর্য্য ধরে ছিলাম।’

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রাক্তনী সংসদ-এর সভাপতি কাজী আতিকুর রহমান অভি বলেন – আমরা আনন্দিত আদিম-এর নির্মাতার সাথে আড্ডা দিতে পেরে। সম্মিলিতভাবে আমরা সবাই সিনেমা নির্মাণের যুদ্ধই করে যাচ্ছি, এই নির্মাণের জার্নি আমাদের অনুপ্রেরণা যোগাবে নিঃসন্দেহে।’

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক রাজন তালুকদার বলেন – ‘আদিম আমাদের ছবি, ঠিক যেরকম স্বাধীনধারার চলচ্চিত্র আমরা নির্মাণ করতে চাই। এই চলচ্চিত্রের প্রতি আমাদের শুভ কামনা থাকবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS