সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে অনুসন্ধানের অনুরোধ করেছি: আসিফ মাহমুদ

সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে অনুসন্ধানের অনুরোধ করেছি: আসিফ মাহমুদ

সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে অনুসন্ধান করার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (২৫ এপ্রিল ) রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান ৷

উপদেষ্টা বলেন, সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছি।গুঞ্জন, গুজব নাকি সত্য তা দুদকের অনুসন্ধানেই বের হয়ে আসবে। অনেকগুলো ইনফরমেশন ভুলভাবে গেছে এরই মধ্যে। পদত্যাগকে অপসারণ হিসেবে ছড়ানো হয়েছে। কোনো অনুসন্ধানী তথ্য, ব্যক্তিসাক্ষ্য ছাড়াই অনুমান নির্ভর মিডিয়া ট্রায়াল করা হয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এ নিউজ করা হাউজগুলোর কয়েকটায় যোগাযোগ করে জানা গেছে এই লেখাটাও বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং হুবহু নিউজ করতে চাপ দেওয়া হয়েছে। ফ্যাক্টের ভিত্তিতে কথা হলে সমস্যা ছিল না। অনেকগুলো তথ্য-উপাত্তহীন মনগড়া কথা বারবার বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা দৃষ্টিকটু লেগেছে ৷ দুদকের অনুসন্ধানে সত্য বের হয়ে আসুক এটাই প্রত্যাশা।

এদিকে গত ২১ এপ্রিল এপিএস মোয়াজ্জেমকে পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। অবশ্য পরদিন সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়া হয়েছে। মোয়াজ্জেমের বিরুদ্ধে এর আগে কেউ কেউ নানা অভিযোগ তুলেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS