জিয়াউলের ফ্ল্যাট-বাড়িসহ শত বিঘা জমি জব্দের আদেশ

জিয়াউলের ফ্ল্যাট-বাড়িসহ শত বিঘা জমি জব্দের আদেশ

অব্যাহতিপ্রাপ্ত সেনাকর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট ও পাঁচটি বাড়িসহ শত বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

একইসঙ্গে আদালত তার নয়টি ব্যাংক হিসাবের এক কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেন।

জব্দ হওয়া সম্পদের মধ্যে মিরপুর ডিওএইচএসের ১৪৬০ ও ২১১০ বর্গফুটের দুটি ফ্ল্যাট, উত্তরায় ২৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, বরিশালের কোতোয়ালি থানার পৈতৃক সম্পত্তিতে নির্মিত আটতলা নতুন বাড়ি, একই জেলার সদর থানায় বাগান বাড়ি, পুকুরসহ বাড়ি ও ১২৭০ বর্গফুটের একতলা পুরাতন বাড়ি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ শতাংশ জমিতে নির্মিত ৮ তলা ভবন রয়েছে।

এদিন দুদকের উপ-পরিচালক রেজাউল করিম জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি স্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি-১৮ মোতাবেক এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ধারা-১৪ মোতাবেক জব্দ এবং অবরুদ্ধকরণ করা প্রয়োজন।  

এ অবস্থায় আসামি মেজর জেনারেল জিয়াউল আহসানের (বরখাস্ত) নামে অর্জিত বর্ণিত স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ এবং অবরুদ্ধ আদেশ দানের জন্য বিনীত প্রার্থনা করছি।

শুনানি শেষে বিচারক তার স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

এর আগে, গত ১৫ আগস্ট রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS