দ্বিতীয় সন্তান প্রসঙ্গে যে প্রতিক্রিয়া অভিষেকের

দ্বিতীয় সন্তান প্রসঙ্গে যে প্রতিক্রিয়া অভিষেকের

সম্প্রতি ১৩ বছরে পা দিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যা। এবার কি তাহলে দ্বিতীয় সন্তানের চিন্তা করছেন আরাধ্যার বাবা-মা? বিষয়টি উঠতেই লজ্জায় লাল হয়ে যায় জুনিয়র বচ্চন।কী প্রতিক্রিয়া এই অভিনেতার?

বেশ কিছুদিন ধরেই অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্যের সমীকরণ নিয়ে নানা আলোচনা চলছে বলিউড থেকে দর্শক মহলে। শোনা গিয়েছিল, বচ্চনদের সঙ্গে আপাতত থাকছেন না ঐশ্বরিয়া। এমনকী এ খবরও রটে, অভিষেক-ঐশ্বরিয়া নাকি বিবাহবিচ্ছেদও হতে যাচ্ছে। তবে সব জল্পনায় ইতিমধ্যেই ইতি টেনেছে বচ্চন পরিবার।

শোনা যাচ্ছে, আরাধ্যার কথা মাথায় রেখেই নাকি এখনও একসঙ্গে রয়েছেন অভিষেক-ঐশ্বরিয়া। কিন্তু বছর খানেক আগে অভিনেতা রীতেশ দেশমুখের শোয়ে গিয়ে অন্যকথা বলেছিলেন অভিষেক। রীতেশ তার শো ‘কেস বনতা হ্যায়’-তে দ্বিতীয় সন্তান নিয়ে প্রশ্ন করেন অভিষেককে। সেই প্রশ্ন শুনে লাজুক হেসে অভিষেক বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি! আমি বয়সে তোমার থেকে বড়।

প্রসঙ্গত, রীতেশ অভিষেককে প্রাথমিকভাবে বচ্চন পরিবারের নামকরণের বিষয়টি নিয়ে কথা বলেন। জানান, ‘আপনাদের বাড়িতে অমিতাভজি, অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা সব নামই ‘এ’ দিয়ে শুরু। জয়া আর শ্বেতার ক্ষেত্রে বিষয়টা আলাদা। ’ এর উত্তরে অভিষেক বলেন, ‘এটাই প্রথা হয়ে গেছে। পরবর্তী প্রজন্ম এলে তখন হয়তো এই প্রথার পরিবর্তন ঘটবে। ’

এই কথার পরিপ্রেক্ষিতে রীতেশ অভিষেকের কাছে দ্বিতীয় সন্তানের ভাবনাচিন্তার বিষয়ে জানতে চান। আর সেই প্রশ্ন শুনেই লজ্জায় লাল হন অভিষেক। সম্প্রতি সেই পুরনো ভিডিও আবার সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরাও আবার নতুন করে অভিষেক-ঐশ্বরিয়াকে নিয়ে আলোচনা শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS