দেশের খ্যাতনামা হোমিওপ্যাথি চিকিৎসক জোহরা আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে সাতটায় রাজধানী ঢাকার রামপুরার তিতাস রোডের নিজ বাসায় তিনি বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার বাদ আসর জানাজা শেষে তাকে রাজধানীর খিলগাঁও তালতলা গোরস্থানে দাফন করা হবে।
ডা. জোহরা আহমেদ মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত খিলগাঁও তালতলা মার্কেটে রোগী দেখেছেন। তার চিকিৎসার ব্যাপক সুনাম ছিল। চিকিৎসা সেবার পাশাপাশি লেখালেখিও করতেন ডা. জোহরা আহমেদ। তার অসংখ্য কবিতা পাঠক সমাদৃত হয়েছে।
১৯৪২ সালে ১৩ অক্টোবর ফরিদুপুরের মুধুপুর উপজেলার ডুমাইন গ্রামে জন্মগ্রহণ করেন জোহরা আহমেদ। তার স্বামী ডা. কফিল আহমেদও হোমিওপ্যাথি বিশেষজ্ঞ ছিলেন। তিনি ১৯৯১ সালে মৃত্যুবরণ করেন। এই দম্পতির ৭ ছেলের মধ্যে পাঁচজন এখন জীবিত। ছোট ছেলে মোঃ মাহফুজুল আলম ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এস মিডিয়ার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পেশাদার গিটারিস্ট।