রাজধানীবাসীর প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী ৩১ মে থেকে মেট্রোরেলের কার্যক্রম সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
আজ সকালে ডিএমটিসিএল কার্যালয়ে এই কথা জানানো হয়। এই সময় এমআরটি লাইন সিক্স-এর অগ্রগতির বিস্তারিত তুলে ধরে প্রতিষ্ঠানটি।
ডিএমটিসিএল জানায়, মেট্রো চলাচলের সময়কে পিক আওয়ার ও অব পিক আওয়ারে ভাগ করে আগামী ৩১ মে থেকে পিক আওয়ারে ১০ মিনিট পরপর ও অব পিক আওয়ারে ১৫ মিনিট পর পর চলবে মেট্রোরেল। সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার।
ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এমআরটি লাইন সিক্স এর অগ্রগতির কথা তুলে বলেন, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রুটেও প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই রুটে অল্প কিছু স্টেশন চালু করে ডিসেম্বরের আগেই উদ্বোধনের কথাও জানান তিনি।
তিনি বলেন, জুলাই মাস থেকে শুরু হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের পারফর্ম্যান্স টেস্ট। কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু হবে ২০২৫ এর জুনে।