News Headline :
ট্রাম্প অভিনীত সিনেমার দৃশ্যটি এখন পরিচালকের গলার কাঁটা! আড়াই বছর পর ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী খেলোয়াড় গাজায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত, এখনো বন্ধ ত্রাণ সরবরাহ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২, যুদ্ধবিরতি মধ্যেই প্রাণ হারালো ১৮৬ জন ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় টিসিবির জন্য ৫৪২ কোটি টাকায় রাইস ব্রান ও সয়াবিন তেল কিনবে সরকার যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে ১১৩৭ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি 
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ফ্রান্সের

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ফ্রান্সের

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। বুধবার তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান খুঁজতে জুন মাসে নিউইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে এই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে, এটি এক সঠিক পদক্ষেপ।

গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই মেক্সিকো, আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামা, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, জ্যামাইকা ও বারবাডোস—এই ১০টি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে বাড়তে থাকা সমর্থনেরই প্রতিফলন।

বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা বিশ্বের প্রায় ৭৫ শতাংশ দেশের প্রতিনিধিত্ব করে।

 এ ছাড়া ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটির শাসনকারী কর্তৃপক্ষ হোলি সি-ও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যারা জাতিসংঘে পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে।

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব হারান ফিলিস্তিনিরা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার চার দশক পর ১৯৮৮ সালের ১৫ নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের (পিএলও) চেয়ারম্যান ইয়াসির আরাফাত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। রাজধানী ঘোষণা করা হয় পবিত্র জেরুজালেমকে।

এই ঘোষণার পরপরই ৮০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর মধ্যে ছিল বেশ কয়েকটি আরব দেশ, পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার কয়েকটি দেশ। ইউরোপের যে কটি দেশ সে সময় স্বীকৃতি দেয়, সেগুলো তখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

১৯৯০ দশকের শুরু থেকে ২০১০ সালের মধ্যে আরও ৩২টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর মধ্যে ছিল চীন, রাশিয়া ও তুরস্কের মতো অর্থনৈতিক পরাশক্তি। ২০১১ সালে ইরিত্রিয়া ও ক্যামেরুন ছাড়া আফ্রিকার প্রায় সব দেশই ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।

২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত এক ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় (১৩৮টি দেশ) ফিলিস্তিনকে ‘পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেয়। এতে জাতিসংঘে ফিলিস্তিনের অবস্থান আরও সুদৃঢ় হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS