একটি মহল বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মো. আব্দুস সালাম।
বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে মহানগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের অন্তর্গত বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সাত মাস অতিবাহিত হয়ে গেছে। কিন্তু এরপরও এক রাজনৈতিক ধুম্রজাল সৃষ্টি করে রাখা হয়েছে। একটি ষড়যন্ত্রকারী মহল আওয়ামী ফ্যাসিবাদকে আবারও ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত। মহলটি দেশে অরাজকতা তৈরির চেষ্টাও চালিয়ে যাচ্ছে। তারা চেষ্টা করছে বিএনপিকে নানাভাবে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার। কিন্তু সেই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগও অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি। এই মহলও পারবে না।
আব্দুস সালাম আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর লড়াই-সংগ্রাম করেছেন লাঞ্ছিত হয়েছেন। তারপরও সব কিছু ধৈর্যের সাথে অবলোকন করেছেন। প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেনি যাতে দেশের আর্থ-সামাজিক অবস্থার অবনতি না হয়।
তিনি বলেন, ৫ আগস্টের সাত মাস পরও এক রাজনৈতিক ধুম্রজাল সৃষ্টি করে রাখা হয়েছে। সবাই আমাদের প্রশ্ন করেন, নির্বাচন কবে হবে? কীভাবে হবে? দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? অথচ এটা আমাদের কাছে কাম্য না।
৫ আগস্ট পরবর্তী রাজনীতির মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয় এ পর্যালোচনা সভায়। এতে রাজশাহী বিভাগের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।