বিয়ের পর সুখবর নিয়ে হাজির মেহজাবীন

বিয়ের পর সুখবর নিয়ে হাজির মেহজাবীন

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কয়েক বছর ধরে চর্চিত ছিল। এ নিয়ে তারা কেউ কোনো কথা বলেননি।অবশেষে ১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তারা। এরপর ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়।

বিয়ের পর এবার নতুন সুখবর দিলেন মেহজাবীন। রোববার (০৯ মার্চ) সকালে এক ফেসবুক পোস্টে খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। যেখানে তিনি লেখেন, ‘কী সুন্দর একটি সকাল। ’ 

মূলত সুখবরটি এসেছে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ থেকে। এটি গতকাল বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে প্রতিযোগিতামূলক এশিয়ান বিভাগে পুরস্কার পেয়েছে। উৎসবের অফিশিয়াল পোস্টার ভাগাভাগি করে মেহজাবীন তার প্রথম সিনেমার এই অর্জনে টিমের সবাইকে অভিনন্দন জানান।

শনিবার (০৮ মার্চ) শেষ হয়েছে ভারতের ১৬তম বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসব। এ আয়োজনে সিনেমাটি এশিয়ান প্রতিযোগিতামূলক বিভাগ থেকে তৃতীয় পুরস্কার পেয়েছে। এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন।

‘সাবা’র গল্পের কেন্দ্রে আছে দুই যুগ আগে ঘটা একটি সড়ক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় আহত হয় ১২ বছরের এক কিশোরী ও তার মা। গত বছর সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। পরে বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সর্বশেষ সিনেমাটি ১৪ মার্চ থেকে শুরু হওয়া জাপানের ২০তম ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা করবে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS