ঈদে নতুন নোট ছাড়া হবে না

ঈদে নতুন নোট ছাড়া হবে না

এবারের ঈদে নতুন নোট ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। বাণিজ্যিক ব্যাংকগুলোর একাধিক সূত্র বলছে, নতুন নোটে শেখ মুজিবর রহমানের ছবি থাকায় ঈদে এসব নোট ছাড়া বন্ধ রাখা হচ্ছে।

নতুন টাকার নোট ছাড়া বন্ধের বিষয়ে বিভিন্ন ব্যাংকে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার জন্য বলা হলো। চিঠিতে পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সকল নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও নতুন নোট পাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না। তবে বাজারে যেসব নোট রয়েছে, তার প্রচলন অব্যাহত থাকবে।

নোট নিয়ে খোদ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে তোড়জোড় চলছে। ঈদের আগে বাংলাদেশ ব্যাংকের কর্মচারী সমিতির মাধ্যমে নতুন নোট বিতরণ করা হয়। সোমবার (১০ মার্চ) দিনভর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা স্ব স্ব অফিস সহায়ক দিয়ে নতুন টাকা সংগ্রহের চেষ্টা করে টাকা পায়নি।

এর আগে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করা হবে। এবার ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট দেওয়ার কথা ছিল। নতুন এসব নোট বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করার কথা হবে। সেভাবে নতুন টাকা বাংলাদেশ ব্যাংকে প্রস্তুতও করা হয়েছিল। কিছু ব্যাংকে নতুন টাকা পৌঁছেও গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কিছু মহল শেখ মুজিবর রহমান ছবি সম্বলিত নোট নিয়ে আপত্তি তুললে বাংলাদেশ ব্যাংক নতুন নোট বিনিময় বন্ধ ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS