তামার বারের ওপর স্বর্ণের প্রলেপ, আটক ৪ প্রতারক

তামার বারের ওপর স্বর্ণের প্রলেপ, আটক ৪ প্রতারক

তামার তৈরি বারের ওপর স্বর্ণের প্রলেপ বসিয়ে প্রতারণা করে আসছে একটি প্রতারক চক্র। ওই চক্রের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।

শনিবার (৮ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের কলাকোপা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে আক্তার হোসেন, সবদুলপুর গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে নয়ন হোসেন, একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আল-আমিন ও জামখোলা গ্রামের আলী হোসেনের ছেলে নবী নেওয়াজ। তারা সদর থানার হেফাজতে রয়েছেন।  

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে চক্রের চার সদস্য মিয়ারবেড়ি বাজারে ফারিহা শিল্পালয় নামক জুয়েলারি দোকানে একটি স্বর্ণের বার বিক্রি করতে যায়। ওই বারে ২১ ক্যারেট সিল ছিল। তবে সেটি নকল ছিল বলে আঁচ করতে পারেন জুয়েলারি দোকানের মালিক কামাল উদ্দিন।  বিষয়টি তিনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নেতাদের জানান। বাজুসের নেতাদের সেনাবাহিনী এবং পুলিশকে অবহিত করে। পরে যৌথ বাহিনীর সদস্যরা ওই দোকানে গিয়ে প্রতারক চক্রের ওই চার সদস্যকে আটক করে সদর থানায় নিয়ে আসে।

ফারিহা শিল্পালয়ের মালিক কামাল উদ্দিন বলেন, আটক ব্যক্তিরা স্বর্ণ বিক্রি করতে এসেছিল। তাদের স্বর্ণ নকল হওয়ায় আমি বাজুসের নেতাদের জানাই। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে তাদের আটক করে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনে (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সমির কর্মকার বলেন, একটি প্রতারক চক্র নকল স্বর্ণের বার দিয়ে সারাদেশে প্রতারণা করে আসছে। চক্রটি তামার তৈরি বারের ওপর বিশেষ কৌশলে স্বর্ণের প্রলেপ দিয়ে সেটিকে স্বর্ণের বার হিসেবে বিক্রি বা বন্ধক রাখতে যায়। সাধারণত গ্রামের জুয়েলারি দোকানগুলোকে তারা টার্গেট করে। সম্প্রতি জেলার রায়পুর এবং রামগঞ্জে একই ধরনের প্রতারণা করেছে চক্রটি।  

শনিবার সদর উপজেলার ভাবনীগঞ্জের মিয়ারবেড়ি ফারিয়া শিল্পালয়ে একটি নকল স্বর্ণের বার বিক্রি করতে গেলে দোকানি চিনতে পেরে আমাদের জানায়। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। সারাদেশে এ চক্রটি প্রতারণা করে আসছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা অনুরোধ জানিয়েছি।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নকল স্বর্ণ বিক্রি করতে গিয়ে চারজন প্রতারক আটক হয়েছে। একজন জুয়েলারি ব্যবয়াসীর বুদ্ধিমত্তার কারণে তারা ধরা পড়েছে। ওই ব্যবসায়ী বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS