হামলার শিকার দিতিকন্যা লামিয়া, ভেঙেছে পা

হামলার শিকার দিতিকন্যা লামিয়া, ভেঙেছে পা

নিজ বাড়িতেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী।  

তিনি দাবি করেছেন, জমিসংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করে।প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন তিনি। তবে এ ঘটনায় তার পা ভেঙে গেছে। তবে হামলাকারীদের নাম ও পরিচয় জানাননি দিতিকন্যা।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে আসেন লামিয়া। লাইভে  দেখা যায়, তার গাড়ির সামনে বেশ কিছু মানুষ। গাড়ির সামনের কাচ ভাঙা। ভেতরে বসা ছিলেন লামিয়া। তিনি তার ডান পা দেখিয়ে বলেন, পা ভেঙে ফেলেছে ওরা। তার পা ফোলা দেখা যায়।  

এছাড়া ঘটনার পর ফেসবুক স্ট্যাটাসও দেন লামিয়া। এ তারকাকন্যা লেখেন, আমার পা ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।  

অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?

তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের নাম ও পরিচয় জানাননি দিতিকন্যা।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁ পৌরসভা এলাকায় অভিনেত্রী দিতির বসতবাড়ি রয়েছে। সেখানে তার ভাই ও বোনরা থাকেন। তাদের বাড়ি ও আশপাশে সম্পত্তি নিয়ে দিতির পরিবারের সঙ্গে তার ভাই টিপুর বেশ কয়েক বছর ধরে ঝামেলা চলে আসছিল। টিপুর মৃত্যুর  পর তার স্ত্রী প্রীতি কয়েক দফায় জমি দখলের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে টিপুর স্ত্রী স্থানীয় ১০-১২ জনকে নিয়ে ফের জমি দখলের চেষ্টায় চালায়। তখন দখল চেষ্টাকালে দিতির আরেক ভাই আনোয়ার, বোন ও তার মেয়ে লামিয়া বাধা প্রদান করে। ভুক্তভোগী অভিনেত্রী কন্যার গাড়িতে দখলদাররা হামলা চালিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। এসময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে। একপর্যায়ে লামিয়ার পায়ে ইটের আঘাত লাগে।

এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম জানান, আমি হামলা ঘটনা শুনতে পেয়ে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। হামলার ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি। কাউকে তো অভিযোগ করা লাগবে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS