মাইজভাণ্ডার দরবার শরীফে ফ্রি চিকিৎসা

মাইজভাণ্ডার দরবার শরীফে ফ্রি চিকিৎসা

হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর ৫৮তম জন্মদিন উপলক্ষে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে গরিব দুস্থ মানুষের জন্য ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শনিবার (২২ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী মাইজভাণ্ডার দরবার শরীফে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

এদিন মেডিসিন, নাক, কান, গলা, স্ত্রী ও প্রসূতি, ডায়াবেটিস, চক্ষু, মইনীয়া সাইফিয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ব্লাড গ্রুপ নির্ণয়সহ নানা ধরনের সহস্রাধিক রোগীদের চিকিৎসাসেবা দেন অভিজ্ঞ চিকিৎসকরা।

ফ্রি চিকিৎসাসেবায় প্রধান করেন ডা. আন্জুমান আরা সবুর, ডা. পূজা নন্দী, ডা. মতিউর রহমান, ডা. মেহরাজ হোসেন, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. মো. শাহিনুর রহমান, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. শিপন মিয়া ও ডা. নুরুল আনোয়ার হিরন।

ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠান উদ্বোধন করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন রাহবারে শরীয়ত ও ত্বরীক্বত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।

তিনি বলেন, বিত্তবানরা অসহায় বিপন্ন মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে গরিবদের দিন ও ভাগ্য বদলে যাবে। মানবিক দায়িত্ব ও মমত্ববোধ থেকে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে বিত্তবানদের।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS