News Headline :
আড্ডায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন শাহবাজ সানী, হাসপাতালে মৃত্যু

আড্ডায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন শাহবাজ সানী, হাসপাতালে মৃত্যু

অকালেই চলে গেলেন তরুণ অভিনেতা শাহবাজ সানী। ছোট পর্দার এ অভিনেতার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নিশ্চিত করলে স্তব্ধ হয়ে পড়ে শোবিজ অঙ্গন।শোকের ছায়া নেমে আসে চারিদিকে।

হঠাৎ কী এমন হলো যে, না ফেরার দেশে পাড়ি জমালেন টগবগে এ তরুণ! কারণ, ফেসবুক পোস্টে শাহবাজ সানীর মৃত্যুর কারণ বা কীভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছুই লেখেননি অপূর্ব।

এ বিষয়ে তথ্য জানতে খোঁজ নিলে নির্মাতা ইমরাউল রাফাত জানান, “রোববার রাতে উত্তরায় আড্ডা দিচ্ছিলেন শাহবাজ সানি। হঠাৎ মাটিতে পড়ে যান। তার সঙ্গে থাকা ব্যক্তিরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। রাত ৩টার পর পর চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেড বলেন। কী কারণে মারা গেছে জানতে চাইলে চিকিৎসক বলেন, ‘হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে। ”

একই তথ্য দিয়েছেন নাট্যনির্মাতা তুহিন হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, “সানির হাই প্রেসার ছিল। রোববার রাতে হুট করে সে অস্থিরতা প্রকাশ করে; বমি করে। হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালের নেওয়ার আধা ঘণ্টার মধ্যে সানি মারা যায়। কী কারণে মারা গিয়েছে জানতে চাইলে ডাক্তার বলেছেন, ‘হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে। ’”

শাহবাজ সানির মরদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নেওয়া হয়েছে। বাদ জোহর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।  

রোববার রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন অভিনেতা শাহবাজ সানী। নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন তিনি। যদিও শুরুতে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করতেন, পরবর্তীতে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও।

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে— ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS