অপারেশন ‘ডেভিল হান্টে’ আরও ৫০৯ জন গ্রেপ্তার

অপারেশন ‘ডেভিল হান্টে’ আরও ৫০৯ জন গ্রেপ্তার

সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫০৯ জন গ্রেপ্তার হয়েছেন। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে আরও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত মোট এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

অপারেশন ডেভিল হান্টে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, ১০টি রামদা, একটি চায়নিজ ছুরি, একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, দুটি চায়নিজ চাপাতি, একটি চায়নিজ কুড়াল, তিনটি কাঠের বাটযুক্ত দা, চারটি ধামা ও কাঠের বাটযুক্ত একটি কুড়াল জব্দ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়।

গত ০৯ ফেব্রুয়ারি ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ সদরদপ্তর। পরে ১০ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৩৪৩ জন সহ মোট এক হাজার ৫২১ জনকে গ্রেপ্তারের খবর জানা যায়।

এরপর ১১ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৬০৭ জনসহ মোট এক হাজার ৭৭৫ জন, ১২ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৫৯১ জনসহ মোট এক হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তারের খবর জানায় পুলিশ সদরদপ্তর। ১৩ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৫৬৬ জনসহ অন্যান্য অভিযানে মোট এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তারের খবর জানা যায়।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS