সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আরও ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।এনিয়ে ওই ঘটনায় ১০৭ জন গ্রেপ্তার হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গত শুক্রবার রাতে দুষ্কৃতকারীরা হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে যান। এ সময় তাদের ওপর হামলা ও মারধর করেন। এতে ১৭জন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় রোববার একটি মামলা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর ওই দিন পুলিশ ৩৪ জনকে গ্রেপ্তার করে। সোমবার আরও ৭৩ জনকে গ্রেপ্তার করা করেছে।
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। এ পর্যন্ত ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।