মা, ভাই-বোনদের নামে জিডি করলেন পপি

মা, ভাই-বোনদের নামে জিডি করলেন পপি

নিজের সম্পত্তি ফেরত পেতে এবার নিজের মা, ভাই-বোনদের নামে সাধারণ ডায়েরি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নায়িকা সাদিকা পারভিন পপি। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করেন তিনি।জিনি নং-৪৪৩। এ তথ্য নিশ্চিত করেছেন পপি নিজেই।

তিনি বলেন, ২০০৮ সালে আমার কষ্টার্জিত টাকায় ৬ কাঠা জমি কিনেছি। জমিতে যেতে ১০ ফিট জায়গা আমার কিন্তু আমার মা, ভাই-বোনদের অত্যাচারের কারণে আজও জমিটি ভোগ করতে পারিনি। রাস্তাও ব্যবহার করতে দেয় না। উল্টো আমার নামে মিথ্যাচার করছে ও হত্যার হুমকি দিচ্ছে। যে কারণে জিডি করেছি, প্রয়োজনে মামলা করব।

এদিকে জিডি সূত্রে জানা যায়, পপির মা এবং ভাইবোন তার কেনা জমি দখল করে রেখেছেন দীর্ঘদিন যাবত। একাধিকবার জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করেও সমাধান হয়নি। বর্তমানে অভিনেত্রীর জমি দখল নিতে তাকে ভয় দেখানো হচ্ছে। পপির পরিবারের সদস্যরা বুধবার (৫ ফেব্রুয়ারি) সোনাডাঙ্গার শিববাড়ি এলাকায় পপির কেনা জমি খালি করে দেওয়ার কথা বলে তার জমির দেখা শোনার দায়িত্বে থাকা ব্যক্তিকে হুমকি দেয়।

অন্যদিকে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো একটি ভিডিও বার্তায় পপি বলেন, ২৮ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, সবার মন জয় করতে পারলেও ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদের এই হাতে লালনপালন করেছি তাদের কাছেই আমি একজন অযোগ্য মানুষ। তাদের মনে মত করে নিয়ন্ত্রিত হতে পারেনি। আমি যখন ইনকাম করেছি, তখন আমি আমার পরিবারের কাছে প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তেমন দিতে পারি না তাই আমি এখন তাদের কাছে শত্রুর মত।

জমি দখলের বিষয়ে পপি বলেন, আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, সবগুলো মিথ্যা ও বানোয়াট। তারা সত্য একটি বিষয়কে অসত্য বলে প্রমাণ করা চেষ্টা করছে।  

পপি তার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার আপন ভাই-বোন আমাকে একের পর এক নির্যাতন করেছে। তারা আমাকে শারীরিক নির্যাতন করতেও বাদ দেয়নি। আমার টাকা চুরি করে আমাকেই মারার পরিকল্পনা করেছিল তারা। এমনকি আমাকে খুন করে ফেলার জন্য খুনিকে টাকা দিয়েছে।

এর আগে স্বামী-সন্তান নিয়ে খুলনায় গিয়ে নিজের বোনকে হত্যার হুমকি দিয়েছেন পপি, এমন অভিযোগ করেন তার বোন ফিরোজা পারভীন। গেল সোমবার (৩ ফেব্রুয়ারি) সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা পারভীন। জিডিতে তিনি তার বোনের স্বামী আদনান উদ্দিন কামালের নামও উল্লেখ করেছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS