সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এ ম্যুরাল গুঁড়িয়ে দেন।তাদের সঙ্গে ছাত্রদল ও ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরাও অংশ নেন।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হই হই, রই রই আওয়ামী লীগ গেলি কই’, হই হই রই রই ছাত্রলীগ গেলি কই’, হই হই রই রই যুবলীগ গেলি কই’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানের মুজিব ম্যুরালের কবর রচনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এখন পর্যন্ত দুটি ভাঙা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা দেশব্যাপী যে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের যে চিহ্ন রেখে গেছেন, তা নিশ্চিহ্ন করতে এখানে ছাত্ররা একত্র হয়েছি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যতক্ষণ না পর্যন্ত বৈষম্য দূর হয়।