News Headline :
তিন শতাধিক রক্তদাতাকে কোয়ান্টামের সম্মাননা

তিন শতাধিক রক্তদাতাকে কোয়ান্টামের সম্মাননা

তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে কোয়ান্টাম। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক।

অনুষ্ঠানে কমপক্ষে ৩ বার রক্তদান করে লাইফ লং, ১০ বারের দানে সিলভার, ২৫ বারে গোল্ডেন এবং ৫০ বার রক্তদান করে প্লাটিনাম ক্লাবের সদস্য হয়েছেন- এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়। স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে প্রধান অতিথি এসময় তাদের হাতে ক্রেস্ট, মেডেল ও সম্মাননা সনদ তুলে দেন।

কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান।

অনুষ্ঠানে আলোচকরা জানান, স্বেচ্ছা রক্তদাতারা সামাজিক দায়িত্ব পালন করছেন। তারা মুমূর্ষু রোগীদের শুধু সেবাই করছেন না, রক্তদানের মাধ্যমে নিজেরাও শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিকভাবে ভালো থাকছেন, প্রশান্ত থাকছেন। স্বেচ্ছা রক্তদাতারাই সমমর্মী মানবিক দেশ গড়ছেন উল্লেখ করে নতুন স্বেচ্ছা রক্তদাতাদের মাধ্যমে দেশের রক্ত চাহিদা পুরোপুরি মেটানোর আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা।

অনুষ্ঠানে স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন ৫০ বারের রক্তদাতা নাহিদ নিগার ও ২৫ বারের রক্তদানকারী আয়েশা সুলতানা। এসময় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুভূতির কথা জানান নিয়মিত রক্তগ্রহীতা থ্যালাসেমিয়া রোগী রোকসানা খাতুন রিনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS