পাবনায় ছাত্র আন্দোলনে গুলি: সাঈদ চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর-আগুন

পাবনায় ছাত্র আন্দোলনে গুলি: সাঈদ চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর-আগুন

গত বছরের ৪ আগস্ট পাবনা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর সরাসরি গুলি করা খুনি সাঈদের বসতবাড়ি ভেঙে ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।  

খুনি সাঈদ পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।আবু সাঈদ খানের শহরের শালগাড়িয়া মহল্লার এই বসতবাড়ি দ্বিতীয়বারের মতো ভাঙচুর করছেন ছাত্র-জনতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ চত্বরে জড়ো হোন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও। পরে বিকেল ৫টার দিকে জেলা শহরের গোডাউন মোড়ের বাড়ির দিকে রওনা দেন ছাত্র-জনতা। সেখানে পোঁছে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় বাড়িটিতে ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিয়ে গানের তালে তালে উল্লাস করেন ছাত্র-জনতা। বাড়িটি গুঁড়িয়ে দিতে বুলডোজার আসবে বলে মাইকে ঘোষণাও দেওয়া হয়।  

এর আগে সকালে সাঈদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘোষণার কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

এই আন্দোলনের বিষয়ে সংগঠনটির পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে ইনশাআল্লাহ।

তবে এ ব্যাপারে প্রশাসনের কেউ মন্তব্য করতে চাননি।  

এর আগে সকালে পাবনার পরিস্থিতি নিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, পাবনা জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত পুলিশের টহল কার্যক্রম অব্যাহত আছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পাবনা জেলা পুলিশ তৎপর আছে। আমরা এরকম (ভাঙচুর) কোনো অভিযোগ পায়নি। পেলে আইনি ব্যবস্থা নেব।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর (বঙ্গবন্ধুর বাড়ি) ভাঙার খবরে জেলা সদর ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই দিনে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল, ছাত্রাবাস ও সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল হলের নাম ফলক, পৌর এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিয়েছেন ছাত্র-জনতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS