News Headline :
ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর, ভৈরবে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর, ভৈরবে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠসংলগ্ন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ রাত সাড়ে ১১টার দিকে হাতুড়ি-শাবল নিয়ে ম্যুরাল ভাঙচুর শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সদস্যসচিব আলী হোসেন, জেলা কমিটির মুখপাত্র ফয়সাল ফারনিম, মহানগর কমিটির সদস্যসচিব আল নুর মো. আয়াস, মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক নাফিউস রোহানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫-২০ জন নেতা-কর্মী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সদস্যসচিব আলী হোসেন বলেন, ‘পতিত স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরও আবার ভিডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। এ অপতৎপরতা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। তারই প্রতীক স্বরূপ ধানমন্ডির-৩২ নম্বরের মতো ময়মনসিংহেও স্বৈরাচারের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুরের ভাস্কর্য ভেঙে ফেলে ছাত্র-জনতা।’

অপরদিকে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু হলের ‘মুজিব ম্যুরাল’। রাত ১১টার দিকে ভাঙচুর শুরু করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

এদিকে সুনামগঞ্জ পৌর শহরে দুটি প্রতিষ্ঠানের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে একদল শিক্ষার্থী পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আসেন। পরে তাঁরা বড় হাতুড়ি (হেমার) দিয়ে সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন। এ সময় তাঁরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাঁরা সংখ্যায় ২০-২৫ জন ছিলেন। এরপর তাঁরা যান পাশের পৌর ভবন চত্বরে। সেখানে থাকা আরেকটি ম্যুরালে একইভাবে ভাঙচুর করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থাকা শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেসা মুজিবের ম্যুরাল রাত সোয়া ১২টায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও উপজেলা পরিষদে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে আবারও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। বুধবার রাত ১১টায় ম্যুরালে ও সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ভাঙা শুরু হয়। এর ২০ মিনিট পর বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের নাম ফলক ভেঙে দেন একই শিক্ষার্থীরা। এর আগে গত ৫ আগস্ট রাতে শেখ মুজিবুরের ম্যুরালের কিছু অংশ ভাঙচুর করা হয়েছিল।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও ভৈরব এবং প্রতিনিধি, চুয়াডাঙ্গা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়]

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS