৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে ৯ দফা আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এসব দফা তুলে ধরেন।
দফাগুলো হলো-
১. শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করা।
২. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া।
৩. জুলাই গণহত্যা, ২৮ অক্টোবর, পিলখানা ও শাপলা চত্বরসহ সবি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করা।
৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা।
৫. দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া।
৬. রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।
৭. দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশে আইনের শাসন নিশ্চিত করা।
৮. বিগত ১৫ বছরে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তি দেওয়া।
৯. ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় সব রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা।