অস্ত্রোপচারের পর আইসিইউতে সাইফ

অস্ত্রোপচারের পর আইসিইউতে সাইফ

বলিউড অভিনেতা সাইফ আলী খান বুধবার মধ্যরাতে নিজের বাসায় দুর্বৃত্তের হামলার শিকার হন। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার বাসায় এক বা একাধিক দুর্বৃত্ত ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেছে তাকে।রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে অস্ত্রোপচারের পর এখন অভিনেতা শঙ্কামুক্ত।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফকে। আগামীকাল সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর বাড়িতে নেওয়া হতে পারে সাইফকে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সাইফ আলী খানের জনসংযোগ টিমের পক্ষ থেকে গণমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে এই তথ্য জানানো হয়।

জনসংযোগ টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তিনি এখন শঙ্কামুক্ত। তিনি এখন সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, চিকিৎসকেরা তার দেখভাল করছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, তার পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

বিবৃতিতে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। এ ছাড়া প্রার্থনার জন্য অভিনেতার ভক্ত-অনুসারীদের ধন্যবাদ দেওয়া হয়।

বুধবার মধ্যরাতের হামলার ঘটনায় সাইফ আলী খানের মেরুদণ্ডের পাশে আর ঘাড়ে গভীর ক্ষতের কথা জানান চিকিৎসকেরা। জানা গেছে, সাইফকে দুর্বৃত্তরা ছুরি দিয়ে ছয়বার আঘাত করে।

এর আগে আজ সকালে এক বিবৃতিতে সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান বলেন, সাইফ হাতে আঘাত পেয়েছে। আর তাই হাসপাতালে ওর চিকিৎসা চলছে। পরিবারের বাকি সদস্যরা ভালো আছে। পুলিশ ইতোমধ্যেই তদন্তের কাজ শুরু করেছে। আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য ধরার জন্য আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে এ নিয়ে কেউ গুজব ছড়াবেন না। এ ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করছেন এবং দুশ্চিন্তায় আছেন, এ কারণে আপনাদের ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS