উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী (সাবেক) ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় ঢাকা ত্যাগ করবেন তিনি।চিকিৎসা শেষে খালেদা জিয়া ও তারেক রহমান এক সঙ্গে দেশে ফিরবেন, এমন প্রত্যাশা করছে দলটির নেতাকর্মীরা।
খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে তার গুলশানের বাসা ফিরোজার সামনে ভিড় করেন নেতাকর্মীরা। ফিরোজার সামনের রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। পথে পথে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মীরা।
খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে এসে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, বিগত সরকারের সময় আমরা বারবার আবেদন করেছিলাম। আওয়ামী লীগ সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি, চিকিৎসার ব্যবস্থাও করেনি। দেশের ১৬ কোটি মানুষ দোয়া করে- আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসেন, এটা আমাদের সকলের প্রত্যাশা।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মানুষের প্রত্যাশা চিকিৎসা শেষে মা ও ছেলে একসঙ্গে দেশে আসবেন।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আবেগের জায়গায় থাকেন। আমাদের নেতা তারেক রহমান মাকে নিয়েই দেশে ফিরবেন, এটা আমাদের আশা।
যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দীন মামুন বলেন, ম্যাডাম ও তারেক রহমান এদেশের মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। এ দেশের প্রত্যেকটি মানুষ প্রত্যাশা করে তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দল ও দেশের হাল ধরবেন। ম্যাডামের সঙ্গে তারেক রহমান দেশে ফিরবেন বলে আমরা আশা করি।