মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অঞ্জনা, দোয়া চাইলো পরিবার

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অঞ্জনা, দোয়া চাইলো পরিবার

রাজধানীর পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন নায়িকা অঞ্জনা রহমান। তার জীবন এখন অনেকটা সংকটে। দেশবাসীর কাছে অভিনেত্রীর জন্য দোয়া প্রার্থনা করেছে তার পরিবার।

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অঞ্জনা। তার একমাত্র ছেলে নিশাত মণি জানিয়েছেন, ডাক্তার বলেছেন একমাত্র আল্লাহ চাইলে ফিরে আসতে পারেন। এছাড়া আর কিছুই করার নাই। তিনি বলেন, সবার কাছে দোয়া চাই। আমার আম্মু যেন আগের মতো আবার সুস্থ হয়ে ফিরে আসেন।

নিশাত মণি বলেন, অঞ্জনার ব্লাড ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গেছে। এর ফলে হার্ট ও কিডনিতে সমস্যা দেখা দেয়। ফুসফুসে পানি জমেছে। এর মধ্যে স্ট্রোকও হয় একবার। কিন্তু আম্মু অনেকটা স্বাভাবিক ছিল। এখানে আসার আগে একটি বেসরকারি হাসপাতালে সাত দিন ভর্তি ছিলেন। পিজি হাসপাতালে তিনদিন ধরে চিকিৎসাধীন আছেন। এখন তার মাল্টি অর্গানাল জটিলতা দেখা দিয়েছে। দোয়া চাওয়া ছাড়া কিছু বলার নাই।

২৪ ডিসেম্বর নায়িকা অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মায়ের চিকিৎসা নিয়ে নিশাত মণি বলেন, এখানে সর্বোচ্চ চিকিৎসা চলছে। এসবির কয়েকজন এসে খোঁজ নিয়ে গেছেন। শিল্পী সমিতিও নিয়মিত খোঁজ রাখছেন।

অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন থেকেই পর্দার আড়ালে। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS