ছাড়পত্র পেল ‘বোরহান ভাই’ খ্যাত জীবন নির্মিত ‘চক্কর ৩০২’

ছাড়পত্র পেল ‘বোরহান ভাই’ খ্যাত জীবন নির্মিত ‘চক্কর ৩০২’

প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল ‘চক্কর ৩০২’। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন ‘বোরহান ভাই’ কিংবা ‘লাবু কমিশনার’ খ্যাত শরাফ আহমেদ জীবন।এটি তার নির্মিত প্রথম সিনেমা।

ফেসবুকে ‘চক্কর ৩০২’ সিনেমার ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করে শরাফ আহমেদ জীবন লেখেন, কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্য পূরণের পথে আরও একটি ধাপ এগিয়ে গেল আমাদের সিনেমা ‘চক্কর ৩০২’। দেখা হচ্ছে খুব শিগগিরই।

‘চক্কর ৩০২’ সিনেমার প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। তার বিপরীতে দেখা যাবে রিকিতা নন্দিনী শিমুকে। তারেক মাসুদের সিনেমা ‘রানওয়ে’ দিয়ে অভিনয় শুরু করেন শিমু। এরপর গত এক যুগে ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘শিমু’, ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’, ‘ফেরেশতে’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

শিমু বলেন, ‘চক্কর সিনেমায় আমি মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। গল্পে আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ। ’ 

সিনেমাটি নিয়ে জীবন বলেন, চক্কর মানবিক স্পর্শের গল্প। সরকারি অনুদানের সঙ্গে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে সিনেমাটি বানানোর চেষ্টা করেছি।

‘চক্কর ৩০২’ সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকার অনুদান পান জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল ‘বিচারালয়’। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে ‘চক্কর ৩০২’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS