News Headline :
রাজশাহীতে বিক্ষোভ, নেতানিয়াহুর কুশপুতুলে আগুন জামালপুরে চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড ফিলিস্তিন ইস্যুতে লুটপাট প্রতিবাদের ভাষা হতে পারে না: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার ‘অ্যাটমস্কিলস চ্যাম্পিয়নশিপে’ ৫ বাংলাদেশি পুরস্কৃত গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা গাজা-রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি যশোরের সাংবাদিকদের কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ ট্রাম্পের ঘোষণার পর ক্রিপ্টোবাজারেও অস্থিরতা, কমেছে বিটকয়েনের দাম ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার ৭০০ টন আতপ চাল মুন্সিগঞ্জে দু-এক মাসের মধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাণিজ্য মেলায় যাতায়াতে দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

বাণিজ্য মেলায় যাতায়াতে দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারে শুরু হতে যাওয়া ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় আসা-যাওয়ার জন্য বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি বিশেষ ছাড়ে উবার সার্ভিস চালু করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারে ‘২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।

মেলা কর্তৃপক্ষ জানান, মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।

মেলা কর্তৃপক্ষ জানান, মেলায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী), নারায়ণগঞ্জ ও নরসিংদী হতে প্রতিদিন সকাল ৮ টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে এবং মেলা প্রাঙ্গণ থেকে শাটল বাসের সর্বশেষ ট্রিপ ছাড়বে রাত ১১ টায়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী) টু মেলা প্রাঙ্গণ ভাড়া- ৭০.০০ টাকা; কুড়িল বিশ্বরোড টু মেলা প্রাঙ্গণ ভাড়া- ৩৫.০০ টাকা; নারায়ণগঞ্জ টু মেলা প্রাঙ্গণ ভাড়া- ১২০.০০ টাকা; নরসিংদী টু মেলা প্রাঙ্গণ ভাড়া- ৯০.০০ টাকা; মেলা প্রাঙ্গণ হতে গুলিস্থান ভাড়া- ৮০.০০ টাকা এবং গুলিস্থান টু নারায়ণগঞ্জ ভাড়া- ৪৫.০০ টাকা (জন প্রতি) নির্ধারণ করা হয়েছে। এছাড়া, উবারের মাধ্যমে বিশেষ ছাড়ে মেলায় যাত্রী পরিবহনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মেলা কর্তৃপক্ষ জানান, এবারের মেলার টিকিটের মূল্য (জন প্রতি) ৫০.০০ টাকা (প্রাপ্ত বয়স্ক) এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫.০০ টাকা (পঁচিশ) নির্ধারণ করা হয়েছে। তবে বীরমুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিগণ তাদের কার্ড প্রদর্শনপূর্বক বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। পূর্বের ন্যায় মেলাটি মাসব্যাপী সকাল ১০ টা হতে রাত ৯ টা পর্যন্ত চলবে (সাপ্তাহিক ছুটির দিনসমূহে রাত ১০ টা পর্যন্ত)।

বাংলাদেশ ব্যতীত ০৭টি দেশের মোট ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS