ঘূর্ণিঝড় ‘মোখা’: নিরাপদ আশ্রয়ে যেতে বিজিবির মাইকিং

ঘূর্ণিঝড় ‘মোখা’: নিরাপদ আশ্রয়ে যেতে বিজিবির মাইকিং

ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাত থেকে রক্ষা পেতে স্থানীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। প্রয়োজনীয় সহায়তার জন্য দুটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে।

শনিবার ১৩ মে বিকেলে এসব তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কক্সবাজার জেলা ও এর আশেপাশের উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।

এর প্রেক্ষিতে বিজিবি সদস্যরা আজ সকাল থেকে কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় বসবাসরত জনসাধারণকে আসন্ন ঘূর্ণিঝড় ‘মোখা’র কবল থেকে রক্ষার জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করছে। এই প্রচারণার ফলে জনসাধারণ ইতোমধ্যে তাদের প্রয়োজনীয় মালামালসহ নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে।

সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঘরে ঘরে যাচ্ছেন বিজিবি সদস্যরা। সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।আগাম প্রস্তুতি হিসেবে টেকনাফে আমার ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় ৫’শ সৈনিক মাঠে তৎপর। তারা প্রতিটি বাড়িতে যাচ্ছেন। এলাকাবাসীর ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানাচ্ছেন। তাদের সাইক্লোন শেল্টার বা কাছাকাছি আশ্রয়ে নিয়ে যাচ্ছেন।

এছাড়াও বৈরি আবহাওয়ার সুযোগে সীমান্ত অপরাধ যাতে না বাড়ে, এরজন্য সীমান্তে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘূর্ণিঝড় ‘মোখা’য় যেকোনো প্রয়োজনীয় সহায়তার জন্য ০১৭৬৯৬০০৫৫৫ এবং ০১৮৮৯৬০০৫৫৫ এই দুটি টোল ফ্রি নম্বর চালু করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS