এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’। এক প্রতিবেদনে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম হলিউড রিপোর্টার জানিয়েছে, জর্জ আর আর মার্টিনের লেখা এ ফ্যান্টাসি ইউনিভার্স নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, এর সঙ্গে এখনো কোনো নির্মাতা, অভিনেতা ও লেখন যুক্ত হননি।
যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। তবে হলিউড রিপোর্টার প্রতিবেদনটিতে জানিয়েছে, ২০১৯ সালে ‘গেম অব থ্রোনস’ সিরিজের শেষ মৌসুমের পরিবর্তে তিনটি ফিচার ফিল্ম দিয়ে এটি শেষ করতে চেয়েছিলেন এর দুই নির্মাতা ডেভিড বেনিঅফ ও ডি বি ওয়েইস। এ বিষয়ে প্রস্তাব দিলেও সাড়া মেলেনি। এমনকি সিনেমা নিয়ে এর লেখক জর্জ আর মার্টিনও দারুণ আগ্রহী ছিলেন।
২০১৪ সালে হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিন জানিয়েছিলেন, সিনেমার বিভিন্ন প্লট নিয়ে তিনিও ভাবছেন। কিন্তু বিষয়টি নিয়ে আগ্রহী ছিল না এইচবিও। তারা বিষয়টিকে নিজেদের সম্পত্তি হিসেবে সংরক্ষণ করে রাখতে চেয়েছে।
২০১১ সালে টিভি সিরিজে ঝড় হয়ে এসেছিল ‘গেম অব থ্রোনস’।
২০১৯ সাল পর্যন্ত এ ঝড়ে টিভি সিরিজের ইতিহাসে নানা রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায়। জন স্নো, ডেনেরিস টারগারিয়ান, আরিয়া স্টার্ক আর সানসা স্টার্কেরা হয়ে ওঠেন পরিচিত চরিত্র।
বিভিন্ন রাজপরিবারের সিংহাসন পাওয়ার লড়াই নিয়ে তৈরি হয়েছে মার্কিন চ্যানেল এইচবিওর ‘গেম অব থ্রোনস’-এর কাহিনি। সিরিজটির শেষ পর্ব টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডিনেরাস টারগারিয়ানের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়।