বিজয়নগরে সংঘর্ষের পর জাতীয় পার্টির কার্যালয়ে আগুন

বিজয়নগরে সংঘর্ষের পর জাতীয় পার্টির কার্যালয়ে আগুন

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ মশাল মিছিলের সময় তাদের সঙ্গে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সংঘর্ষের পর এ আগুন দেওয়ার ঘটনা ঘটে

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় প্রথমে সংঘর্ষ হয়।পরে কার্যালয়টিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকা থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাকরাইলের বিজয়নগর এলাকায় এলে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।  

খবরটি ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম পোস্ট দেন।  

হাসনাত লেখেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত। ’

অন্যদিকে সারজিস লেখেন, ‘জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের আঘাত করেছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাব ৮.৩০ এ । জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে। ’

পরে জাতীয় পার্টির কার্যালয়ে কয়েকটি টেবিল চেয়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পায়েল হোসেন বলেন, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই থেকে আড়াইশোর মতো লোক এসে জাতীয় পার্টি অফিসের ভেতরে প্রবেশ করে সেখান থেকে কিছু টেবিল চেয়ার বের করে এবং বাইরে দলটির লোগোর সামনে সেগুলো রেখে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন নেভানো হয়েছে।

কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পরিদর্শক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS