‘চিরায়ত’ সম্পাদক খুবাইব মাহমুদকে জিজ্ঞাসাবাদ সম্পর্কে ডিএমপির বক্তব্য 

‘চিরায়ত’ সম্পাদক খুবাইব মাহমুদকে জিজ্ঞাসাবাদ সম্পর্কে ডিএমপির বক্তব্য 

‘চিরায়ত’ ম্যাগাজিনের সম্পাদক খুবাইব মাহমুদ (২২) তাকে সাদা পোশাকে পল্টন থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করাসহ জঙ্গিবাদে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টার যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে বক্তব্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, খুবাইব মাহমুদকে পল্টন থানায় জিজ্ঞাসাবাদ সম্পর্কে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্ট অপপ্রচার সম্পর্কে দৃষ্টি আকর্ষিত হয়েছে।এ প্রসঙ্গে সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টায় সময় গুলিস্তা এলাকা হতে খুবাইব মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য সিটিটিসির একটি দল রাজধানীর পল্টন থানায় নিয়ে আসে। তার বিস্তারিত পরিচয় এবং গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই শেষে তার পরিবারে সংবাদ জানানো হলে রাত আনুমানিক ১২টায় সময় তার মামা মারগুবুসসুন্নাহ ও তার শিক্ষক মো. ইমদাদ হোসেন থানায় আসেন। পরে মুচলেকা গ্রহণপূর্বক খুবাইব মাহমুদকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।  

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে খুবাইব মাহমুদ প্রচার করেন যে, তাকে হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ ও গুমের চেষ্টা করা হয়। প্রকৃতপক্ষে গোয়েন্দা তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয় এবং প্রচলিত বিধিবিধান অনুসরণ করে জিজ্ঞাসাবাদ শেষে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ক্ষেত্রে কোনো রকম হয়রানি বা গুম চেষ্টার অভিযোগ সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন। ঘটনার প্রকৃত কারণ না জেনে এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম মন্তব্য করছেন এবং অপপ্রচারে লিপ্ত রয়েছেন। বর্ণিত বিষয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করে অহেতুক অস্থিতিশীলতা তৈরি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS