বইতে শুরু করেছে শীতের বাতাস

বইতে শুরু করেছে শীতের বাতাস

কার্তিক মাসের মাঝামাঝি সময় চলছে। এরপর অগ্রহায়ণ, তারপরেই পৌষ মাস।অর্থাৎ ঋতু হিসেবে শীতকাল আসতে এখনো দেড় মাস বাকি। তবে অক্টোবরের মাঝামাঝিতে দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নেওয়ায় এখন আসতে শুরু করেছে উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে বাতাসের হিম হিম অনুভব হচ্ছে রাতে।

আবহাওয়াবিদ শাহানাজ পারভীন জানিয়েছেন, এখন একটু এলোমেলো অবস্থা চলছে। ঘূর্ণিঝড় দানা পরবর্তী সময়ে উত্তর-পশ্চিম বায়ু আসতে শুরু করেছে। তবে এর মাঝেই আবার দক্ষিণের বায়ুও আসছে। ফলে বাতাসের হিমহিম ভাবও যেমন পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাতে বা শেষ রাতে হিমেল হাওয়া মিলছে কিছুটা। একই সঙ্গে গরম বাতাসও পাওয়া যাচ্ছে। ফলে একটা মিশ্র অবস্থা। তবে শীতের বাতাস আসতে শুরু করেছে এটা বলাই যায়।

তিনি বলেন, বাতাসে হিম হিম অনুভব হলেও আমরা এটাকে শীত বলছি না। শীত আসবে ডিসেম্বরে। বাতাসের হিম হিম ভাব ধীরে ধীরে বেড়েই সে সময় শীত আসবে।

বর্তমানে রাজধানীতে রাত ১০টার পরে বাতাসে শীতের আমেজ মিলছে। শেষ রাতে তা আরও বেশি টের পাওয়া যায়। এছাড়া গ্রাম অঞ্চলে অনেকেই মোটা কাপড় নামানোর প্রস্তুতি নিচ্ছেন। দিনে গরম থাকলেও রাতে ফ্যানের বাতাসে গায়ে চাপাতে হচ্ছে কাঁথা। সেই সঙ্গে দেখা মিলছে কুয়াশাও। ঘাসেও জমতে বিন্দু বিন্দু শিশির।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তিনদিনের এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (১ নভেম্বর) সকাল পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS