পটুয়াখালী-৩ আসনে নুরের জন্য বিএনপির সহযোগিতা নির্দেশনা

পটুয়াখালী-৩ আসনে নুরের জন্য বিএনপির সহযোগিতা নির্দেশনা

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণসংযোগ ও সাংগঠনিক কাজে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সহায়তা করতে স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। ২২ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়, যা প্রকাশ্যে আসে রোববার (২৭ অক্টোবর)।

চিঠিতে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু ও সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টিকে জানানো হয়, নুরুল হক নুর বিভিন্ন সময়ে আওয়ামী শাসনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ কারণেই পটুয়াখালী-৩ আসনে তার রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা নিশ্চিত করতে স্থানীয় সংগঠনের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টি জানান, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের অবহিত করা হয়েছে। এছাড়াও থানা, উপজেলা, পৌরসভাসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকেও নির্দেশনাটি দ্রুত জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুনের শক্ত অবস্থান থাকলেও নুরুল হক নুরও ওই আসনের অধিবাসী হওয়ায় আগামী নির্বাচনে তাকে জোটের মনোনয়ন দেয়া হতে পারে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা মো. হাসান মামুন বলেন, “জোটের নেতাদের সমর্থন দিতে কেন্দ্র থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কাজ করা যায়।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS