News Headline :
চীনে মিয়ানমারের মিং পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর মার্কিন সামরিক নৌবহর এগোতেই যুদ্ধের প্রস্তুতিতে ইরান চীনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা খুব বিপজ্জনক: ট্রাম্প লিকুইডেশন নয়, পুনরুদ্ধারের সুযোগ চায় ইন্টারন্যাশনাল লিজিং বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবির সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ আমাদের কথা কাজে মিল থাকবে: তাসলিমা আখতার দেশের মানুষ যা চেয়েছিল তা পায়নি: রেজাউল করিম ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন নেন আমার নাম: মির্জা আব্বাস নিরাপত্তাজনিত হুমকির কারণে প্রচারণায় বিরতি নিচ্ছেন মেঘনা আলম নরসিংদীতে নির্বাচনী নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হ্যাকিংয়ের শিকার বসুন্ধরা সিটির এলইডি সিস্টেম, দায় স্বীকার হ্যাকারদের

হ্যাকিংয়ের শিকার বসুন্ধরা সিটির এলইডি সিস্টেম, দায় স্বীকার হ্যাকারদের

বসুন্ধরা সিটি শপিং মলের এলইডি সিস্টেম হ্যাকিংয়ের শিকার হওয়ার পর কর্তৃপক্ষ দ্রুত তা উদ্ধার করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনার দায় স্বীকার করেছে একটি হ্যাকার গ্রুপ।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা সিটি শপিং মলের এলইডি সিস্টেম হ্যাক করা হয়।

একটি গ্রুপ নিজেদেরকে ‘সিস্টেমডমিনবিডি, মুসলিম ব্ল্যাকহ্যাটস এবং স্পাই এজেন্ট’ হিসেবে পরিচয় দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে।

ঘটনার সঙ্গে সঙ্গে বসুন্ধরা গ্রুপ সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে যেন কেউ যেন আর হ্যাক করতে না পারে সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।  

বসুন্ধরা গ্রুপ জানিয়েছে, আমরা সব সময় আমাদের সিস্টেমের নিরাপত্তা এবং অননুমোদিত হস্তক্ষেপ প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS