ছাত্রলীগ ছিল আ.লীগের লাঠিয়াল বাহিনী: খায়রুল কবির খোকন

ছাত্রলীগ ছিল আ.লীগের লাঠিয়াল বাহিনী: খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে, কিন্তু আমরা নিষিদ্ধ চাই না।  

তিনি বলেছেন, নিষিদ্ধের রাজনীতি আমরা বিশ্বাস করি না।আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ দেশের জনগণ স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারে নাই।  

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে নরসিংদীর সদর উপজেলার করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

খায়রুল কবির খোকন বলেন, সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে কারণ দেশের জনগণ দেখেছে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কি ধরনের নির্যাতন-নিপীড়ন চালিয়েছে তারা। যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের কথা বলে, সে সংগঠনের রাজনীতি করার নৈতিক অধিকার নাই। ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী।  

করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সহ-সভাপতি কবির ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS