বাঁচানো গেল না ট্রেনের ধাক্কায় আহত হাতি

বাঁচানো গেল না ট্রেনের ধাক্কায় আহত হাতি

বাঁচানো গেল না ট্রেনের ধাক্কায় আহত হাতিটি। আহত হওয়ার পর কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে চিকিৎসাধীন ছিল হাতিটি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে হাতিটি মারা যায়।

কক্সবাজার ডুলাহাজরা সাফারি পার্কের চিকিৎসক হাতেম সাজ্জাত মো. জুলকার নাইম বাংলানিউজকে জানান, ট্রেনের ধাক্কায় আহত হাতিটির পেছনের ডান পা ভেঙে হাড় বের হয়ে গেছে।

তা ছাড়া মাথায় আঘাত লেগে কান ও শুঁড় দিয়ে রক্তপাতও হয়েছে। পেছনের অংশ অবশ হয়ে যাওয়ায় দাঁড়াতে পারছিল না হাতিটি। আমরা গতকাল থেকে চিকিৎসা দিচ্ছিলাম। তেমন একটা উন্নতি হয়নি। আজ বিকেলে হাতিটি মারা গেছে।
এর আগে রোববার (১৩ অক্টোবর) রাতে লোহাগাড়ার সংরক্ষিত চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা-কক্সবাজার রেললাইনে ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় আঘাত পায় আনুমানিক ১০ বছর বয়সী মাদি হাতিটি।

চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বাংলানিউজকে বলেন, ৫/৬টি হাতি দলবেঁধে বিচরণ করছিল। সে সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় একটি হাতি আহত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS