News Headline :
রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে যা বললেন তমা

রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে যা বললেন তমা

দেশের এ সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। তার একাধিক নির্মাণে দেখা মিলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী তমা মির্জাকে।এই দুই তারকা তাদের সম্পর্ককে বন্ধুত্ব বললেও গুঞ্জন রয়েছে তাদের প্রেমের। সম্প্রতি তাদের বিচ্ছেদের খবরও শোনা যাচ্ছে।

কিছুদিন আগে এই বিষয়টি নিয়ে কথা বলেন রাফী। তিনি জানিয়েছিলেন, দুজন খুব ভালো বন্ধু। এবার প্রেম-বিচ্ছেদ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন তমা মির্জা।

রায়হান রাফীর সঙ্গে কি আসলেই প্রেম ছিল তমার? এই প্রশ্নের জবাবে তমা জানান, রাফীর সঙ্গে প্রেমে ছিল এটা তিনি কখনো বলেননি, তাহলে বিচ্ছেদের বিষয়টা এখন আসছে কেন? প্রেমের গুঞ্জনের বিষয়টি নিয়ে ফের প্রশ্ন করা হলে তমা বলেন, আমার নিজের দেশের সাংবাদিক বন্ধুরাও এ বিষয়ে জানতে চেয়েছেন। জবাব দিতে পারিনি। কারণ, আমার কাছেই জবাব নেই।

অন্যদিকে রাফী দাবি করেছিলেন, তাদের শুধু একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সেই কথার প্রেক্ষিতে তমা বলেন, ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে? নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে? সত্যিই আমার জানা নেই।

যেহেতু তাদের বন্ধুত্বেও ফাটল, সেক্ষেত্রে প্রশ্ন আসেই যে, রাফীর পরিচালনায় আগামীতে তমাকে দেখা মিলবে? এ বিষয়ে তমা বললেন, আমি পেশাদার। মাকে হাসপাতালে ভর্তি করে কাজ করেছি। কিন্তু এর থেকেও বেশি কিছু মায়ের সঙ্গে ঘটে গেলে, তখন আমি কাজ করতে পারব না। একই ভাবে, ভালোবাসা মুছে গেলেও সেই মানুষটির সঙ্গে আগের মতো খুব স্বাভাবিক ভাবে কাজ করে যাব- সেটাও পারব না। আমি অবশ্যই অভিনেত্রী, কিন্তু এতটাও পেশাদার নই।

প্রসঙ্গত, রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে এই নির্মাতার ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রী।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS