বাস মালিকদের সঙ্গে ডিএমপি কমিশনারের মতবিনিময়

বাস মালিকদের সঙ্গে ডিএমপি কমিশনারের মতবিনিময়

গণপরিবহনে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে বাস মালিকদের সঙ্গে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এক বিশেষে পরিস্থিতিতে আমি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। তখন সড়কে ও গণপরিবহনে এক ধরনের অব্যবস্থাপনা ছিল। খুব অল্প সময়ের মধ্যেই সেই পরিস্থিতি থেকে উন্নয়ন ঘটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছের পুলিশ সদস্যরা। আমরা এই অবস্থা ধরে রাখতে চেষ্টা করছি।  

মত বিনিময়কালে রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় বাস মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং এলোমেলো ভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে হবে।  

তিনি বলেন, চালক ও বাস শ্রমিকদের এ বিষয়ে আরো সচেতন হতে হবে। তাদেরকে আরো বেশি মনিটরিং ও জবাবদিহিতার আওতায় আনতে হবে।  

সবাই আন্তরিকভাবে কাজ করলে মহানগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখা যাবে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।  

এ সময় পুলিশ কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS