বলিউডে পায়ের নীচের মাটি শক্ত পাওয়া কঠিন। সেখানে দর্শক যেমন শিল্পীকে আপন করে নিতে পারেন, তেমনই এক ঝটকায় দূরে সরিয়ে দিতেও সময় লাগে না।সম্প্রতি বলিউডে অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করলেন কারিনা কাপুর খান। সেই প্রসঙ্গেই নিজের উপলব্ধির কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
২৫ বছরের মাইলফলককে সহজ ভাবে দেখতে নারাজ কারিনা। অভিনেত্রী জানিয়েছেন, আজও ফ্লোরে গিয়ে দাঁড়ালে তার মনের মধ্যে প্রথম দিনের অভিজ্ঞতা ফিরে আসে।
কারিনা বলেন, এখনও মনে হয় যেন গতকালই জীবনের প্রথম শট দিলাম। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য এখনও আমার মধ্যে সেই একই রকম লোভ কাজ করে। একই রকম স্ফূর্তি এবং প্রয়োজনীয়তা অনুভব করি।
তবে, বলিউডে চিরকাল জায়গা পাকা থাকে না বলেই মনে করেন কারিনা। এই অভিনেত্রীর মতে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতেও হবে।
করিনার কথায়, ১০ বছর টিকে গেলে, পরের ভাবনা। প্রাসঙ্গিক থাকার জন্য নিজেকেও বদলানোর প্রয়োজন। কিন্তু পুরুষশাসিত এই ইন্ডাস্ট্রিতে সেটা সত্যিই কঠিন।
দীর্ঘ ২৫ বছরে কারিনা বহু ‘সুপারস্টারের’ সঙ্গে অভিনয় করেছেন। সাফল্য পেয়েছেন। তবে কারিনা মনে করেন, এর পাশাপাশি তিনি এমন বহু সিনেমাও করেছেন যেখানে তার ‘অভিনেত্রী’ সত্তাও ফুটে উঠেছে।
করিনার কথায়, প্রতি পাঁচ বছর অন্তর আমি নিজের কাজের বিশ্লেষণ করি। তার পর মনে হয়, এবার আমার নতুন কিছু করা উচিত।
২০০০ সালে জেপি দত্ত পরিচালিত ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কারিনা। তারপর তার অভিনীত একাধিক সিনেমা সফল হয়েছে। সম্প্রতি ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ সিনেমাতে করিনার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।